বীরভূম জেলা কংগ্রেসের সভাপতির পদে মিলটন রসিদ

সিউড়ি, ১৩ অক্টোবর: বীরভূম জেলায় কংগ্রেস বলতে এখন শুধু একটাই মুখ। তিনি বিধায়ক। হাঁসন কেন্দ্রের মিলটন রসিদ। না, তিনি শুধু বিধায়কই নন। সর্ব ভারতীয় দল হলেও বীরভূম জেলায় প্রায় মুছে যাওয়া একটি দল জাতীয় কংগ্রেসের একজন সর্বক্ষনের কর্মী তিনি। শাষক দলের বিধায়ক না হওয়াই বিধায়ক হিসেবে সেরকম উন্নয়নমূলক কাজ করতে না পারলেও তিনি দিন-রাত সব সময়ই মানুষের যেকোনও প্রয়োজনে পাশে থাকেন। সাম্প্রতিক কালে বীরভূমে কংগ্রেসের যত কর্মসূচী নেওয়া হয়েছে, তা সবই বিধায়ক মিলটন রসিদের উদ্যোগে। পাশে আছেন জনা কয়েক নেতা। মিলটন রসিদকেই এবার দলের জেলা সভাপতির পদাধিকার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অর্থ সহযোগিতায় ফের শুরু করোনা আবহে প্রায় বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো

খুবই সময়োপযোগী সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক মহল। কেননা, মিলটন রসিদের মত কর্মঠ পরিশ্রমী নেতা বীরভূমের কংগ্রেসের মানচিত্রে সেরকম আর কেউ নেই। দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আসিফ ইকবাল রাশেল বলেন, “মিলটনদা ছাড়া দলে তো সেরকম লড়াকু সংগ্রামী নেতা আর কে আছেন? দল খুবই সঠিক সিধান্ত নিয়েছে। সামনের বিধানসভা নির্বাচনে এই হাঁসন কেন্দ্রটি হবে রাজনৈতিক ভাবে খুবই আলোচনার বিষয়। কেননা, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে অসিত মাল তৃনমূলে যোগ দেন।”