রাজ্যের পরিবহণমন্ত্রী মন্ত্রী শুভেন্দু অধিকারী কোভিড পজিটিভ

Mysepik Webdesk: করোনাভাইরাসে আক্রান্ত রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও তাঁর মৃদু উপসর্গ রয়েছে। সেই কারণেই তিনি হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শুভেন্দু বাবুর অ্যান্টিজেন টেস্ট করার পর সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হয়। সেখানেও রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন: সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রো পরিষেবা
এদিকে পরিবহণ ও সেচমন্ত্রীর পরিবার সূত্রে খবর, তাঁর মা গায়ত্রী অধিকারীও করোনা পজিটিভ। কিছুদিন আগেই গায়ত্রীদেবীকে চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর একটি অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেই তিনি করোনা আক্রান্ত হন। বৃহস্পতিবার রাতে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মীদের ১ হাজার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়াও দিনকয়েক আগে শুভেন্দুবাবুর ভাইপো করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুধু তাই নয়, তাঁর বড় ভাইও করোনা আক্রান্ত হয়েছিলেন। যৌথ পরিবার হওয়ায় কারণেই পরিবারের একাধিক ব্যাক্তিদের মধ্যে ছড়িয়েছে সংক্রমণ। পরিবহণমন্ত্রীর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ও কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারীকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।