Mysepik Webdesk: টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ভারোত্তোলনে রুপোর পদকজয়ী মীরাবাঈ চানুকে লখনউয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিনন্দন জানিয়েছেন। রাজধানীর ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী একনা স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১.৫ কোটি টাকার চেক তুলে দেন মীরাবাঈকে। ২৭ বছর বয়সি অ্যাথলেটের উচ্ছ্বসিত প্রশংসাও করেন যোগী।
আরও পড়ুন: প্রথম ফিটনেস টেস্টে উত্তীর্ণ রোহিত শর্মা
চানুর কোচকেও ১০ লক্ষ টাকার চেক তুলে দিয়ে তাঁকে সম্মানিত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে মীরাবাঈ বলেন, “এমন সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। আমি আগে কখনও এমন স্বীকৃতি পাইনি। এটা আমার জন্য গর্বের মুহূর্ত।” উল্লেখ্য, মণিপুরের চানু অলিম্পিকে ভারতের হয়ে ভারোত্তোলনে রুপোর পদক জয়ী প্রথম মহিলা অ্যাথলেট। তিনি ৪৯ কেজি ওজন বিভাগে পদক জিতেছিলেন।