Mysepik Webdesk: উগ্রবাদীরা নিশানা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন গোয়েন্দারা। সামনেই প্রজাতন্ত্র দিবস। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলা চালাতে পারে আতঙ্কবাদীরা। এমনি তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। গোয়েন্দারা আরও জানিয়েছে, এই হামলার ছক কষার নেপথ্যে রয়েছে পাকিস্তান বা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি জঙ্গি গোষ্ঠী। সম্প্রতি এই বিষয়ের ওপর একটি নয় পাতার রিপোর্টও তৈরি করেছে গোয়েন্দারা।
আরও পড়ুন: রাজধানী, শতাব্দী-সহ একাধিক দূরপাল্লার ট্রেনে চালু হল প্যান্ট্রি পরিষেবা
আগামী ২৬ জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবস। ওই দিন কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান থেকে বিশিষ্ট অতিথিরা অংশ নিতে চলেছেন দিল্লিতে সংগঠিত হওয়া ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে উগ্রবাদীরা ড্রোন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাঁদের ধারণা, লস্কর-ই-তৈবা, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, জইশ-ই-মোহাম্মদ, হরকাত-উল-মুজাহিদিন এবং হিজবুল-মুজাহেদিন-এর মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি এই ছক কষার নেপথ্যে থাকতে পারে।
আরও পড়ুন: গরু জবাইকে কেন্দ্র করে ধুন্ধুমার ত্রিপুরায়
প্রসঙ্গত, কয়েক মাস আাগে পঞ্জাবে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। উদ্ধার হয় ২০ কেজি IED, ৫ থেকে ৬ কেজি বিস্ফোরক ও ১০০টি গ্রেনেড। এছাড়াও কয়েকদিন আগে দিল্লির গাজিপুরের ফুলের বাজারে থেকে প্রচুর পরিমাণে RDX নিষ্ক্রিয় করে দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের আগে ভারতের বুকে ঘটে যাওয়া এই ধরণের ঘটনা রীতিমতো রাতের ঘুম উড়েছে গোয়েন্দাদের।