Mysepik Webdesk: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আজ দ্বিতীয় পর্ব। ইউপি ভোটের আবহের মধ্যেই সোমবার কানপুরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এসপিকে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রীর কথায়, তাদের বাস চললে, তারা কানপুর এবং অন্যান্য এলাকাকে মাফিয়াগঞ্জ মহল্লায় পরিণত করত। এখন তাদের মাফিয়াগিরি অন্তিম নিঃশ্বাস নিচ্ছে।” মুসলিম নারীদের ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমার মুসলিম বোনেরা ঘর থেকে বের হচ্ছেন প্রার্থীদের আশীর্বাদ করতে। তাঁরা জানেন সুখ-দুঃখের সময় যে কাজ আসে, তা-ই নিজের।
আরও পড়ুন: হিজাব বিতর্কের মধ্যে ইউপি নির্বাচনের ২য় পর্ব বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ
অন্যদিকে হিজাব বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সাক্ষাৎকারে বলেছেন, “দেশ ও প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস চাপিয়ে দেওয়া যাবে না। আমি সবাইকে ঘাগড়া পরার নির্দেশ দিতে পারি না। স্কুলে ড্রেস কোড থাকতে হবে।” যোগী আদিত্যনাথ আরও বলেন, উত্তরপ্রদেশে ৮০ বনাম ২০ নির্বাচন হচ্ছে। এই বিধানসভা নির্বাচনে বিজেপি ৩০০টিরও বেশি আসন জিতবে। ধর্ম-বর্ণের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।”