মন জিতে নিলেন মহম্মদ সিরাজ

Mysepik Webdesk: ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া ‘এ’ দলের গোলাপি বলের অনুশীলন ম্যাচ চলছে। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সেই ম্যাচের প্রথম দিন দুর্ঘটনার শিকার হন। জসপ্রীত বুমরহের একটি জোরালো স্ট্রেইট ড্রাইভ গিয়ে লাগে ক্যামেরন গ্রিনের মাথায়। ঘটনার পর তৈরি হয় আতঙ্ক। নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে মহম্মদ সিরাজ নিজের ব্যাট ক্রিজে রেখে গ্রিনকে দেখতে ছুটে যান। এমনকী ফিজিওকে দ্রুত মাঠে ডাকেন। চোট কতটা, তা জিজ্ঞেসও করেন অজি অলরাউন্ডারকে।
আরও পড়ুন: পাওলো রোসি: মনে পড়া কিছু কথা
সিরাজের এই আন্তরিকতা মন জয় করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বিসিসিআই-ও একটি টুইট করেছে। যাতে দেখা যাচ্ছে গ্রিন হাঁটুগেড়ে বসে আছে এবং সিরাজ তাঁকে চোট সম্পর্কে জিজ্ঞেস করছেন। বিসিসিআই টুইট করেছে, “নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজ দ্রুত ছুটে এসে গ্রিনের অবস্থা জিজ্ঞাসা করলেন, জসপ্রীত বুমারাহের স্ট্রেইট ড্রাইভ গ্রিনের মাথায় আঘাত করা করেছিল।”