জয় দিয়েই আই লিগ শুরু মহামেডানের

Mysepik Webdesk: মহামেডান আই লিগের প্রথম ম্যাচ শুরু করল জয় দিয়ে। এ দিন সুদেভা দিল্লি এফসিকে ১-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে সাদা-কালো দল। বাংলার একমাত্র প্রতিনিধি দল মহামেডানের হয়ে এ দিনের গোলটি করেন ফয়জল আলি। সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দিনের ম্যাচে শুরু থেকেই দারুন পারফরমেন্স করেছে মহামেডান। খেলার শেষে তিন পয়েন্ট পেয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন: তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

এ দিন যদিও দুপুর ২ টোর সময় ম্যাচ শুরু নিয়ে আপত্তি জানান মহামেডান কোচ হাবিয়া। তাঁর দাবি ছিল, দুপুরে ম্যাচ শুরু হলে ফুটবলারদের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে। তবুও ম্যাচ শুরুর পর দেখা যায়, প্রথমার্ধে মহামেডানের আক্রমণ বেশি ছিল। অন্যদিকে এ দিন এফসির ফুটবলারদের তুলনামূলক রক্ষনাত্মক খেলতে দেখা গিয়েছে। ম্যাচের প্রথমার্ধে খেলার ফলাফল গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় প্রথম এবং একমাত্র গোলটি করেন ফয়জল। মাঝমাঠ থেকে একাই তাঁকে বল নিয়ে পেনাল্টি বক্সের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তারপর একটি জোরালো শটে সুদেভার গোলরক্ষক রক্ষিত ডাগরকে কাটিয়ে গোল করেন তিনি।