মোজাম্বিকে ৫০ জনের বেশি সাধারণ মানুষের শিরচ্ছেদ করল ISIS জঙ্গিরা

Mysepik Webdesk: পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরপ্রান্তে অবস্থিত কাবো ডেলগাডো প্রদেশে ৫০ জনেরও বেশি মানুষের শিরচ্ছেদ করে হত্যা করল আইএসআইএস জঙ্গিরা। এই ধরণের ঘটনার তীব্র নিন্দা করেছে মোজাম্বিকের প্রশাসন। জঙ্গিদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, ওই জঙ্গিরা গ্রামবাসীদের আইএসআইএস -এ যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ না মানায় এভাবেই নির্বিচারে গণহত্যা চালিয়েছে তারা।
আরও পড়ুন: বিমানের পাইলটের আসনে মা, কো-পাইলটের আসনে মেয়ে, তৈরি হল নয়া ইতিহাস

একটি আন্তর্জাতিক সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকা কাবো ডেলগাডো প্রদেশে সাধারণ মানুষের ওপর হামলা চালায় জঙ্গিরা। গ্রামবাসীদের জোর করে ঘর থেকে টেনে বের করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলি লেগে বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়। সেখানেই দু’জনের শিরোচ্ছেদ করার পাশাপাশি বেশ কয়েকজন মহিলাকে অপহরণ করে জঙ্গিরা। অন্যদিকে আরও একদল জঙ্গি হামলা করে মুয়াতিদে গ্রামে। সেখানে গ্রামবাসীদের ঘর থেকে বের করে নিয়ে একটি খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। একে একে ৫০ জনেরও বেশি মানুষের শিরচ্ছেদ করে জঙ্গিরা।