পঁচিশ কেজি সোনার গয়নায় সাজছেন মা দুর্গা, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রয়েছে আরও চমক

Mysepik Webdesk: করোনা আবহের মধ্যেই এবার রাজ্যে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি একাধিক স্বাস্থ্যবিধি মেনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবছর ৪৮ তম বর্ষে পড়তে চলেছে। সেই উপলক্ষে এবার মা দূর্গা সাজতে চলেছেন ২৫ কেজি সোনার গয়নার সাজে। ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে মণ্ডপে। মায়ের সাজগোজও শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন পুজোর উদ্যোক্তা তত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন: বিশ্বভারতী কর্তৃপক্ষের চিঠি নিয়ে বির্তক শান্তিনিকেতনে, প্রাক্তনী মহল
এবার থেকে তৃতীয়ার দিন থেকেই ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের থিম কেদারধাম। তবে এবছর সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো দর্শকবিহীন ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সন্ধ্যায় কমিটির তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘মানুষের জীবনের থেকে উৎসবের মূল্য বেশি হতে পারে না। সেই কারণেই করোনা পরিস্থিতির দিকে নজর রেখে আমরা একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছি। মহামারি যাতে অতিমারির দিকে না যায় সেজন্য আমরা দর্শকবিহীন পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। সরকার যে ভাবে এই মারাত্মক মহামারির বিরুদ্ধে লড়াই করছে, আমরা আশা করব অন্যান্য পুজো কমিটিগুলিও আমাদের সিদ্ধান্তে শরিক হবে।’