আইনের অপব্যবহার করে বৌমাকে ঘরছাড়া করতে পারবে না শশুর-শাশুড়ি : সুপ্রিম কোর্ট

Mysepik Webdesk: সংসারের বয়স্ক মানুষদের সুবিধার্থে সিনিয়র সিটিজেনস অ্যাক্টের যেমন সুবিধা রয়েছে, তেমন সেই আইনের অপব্যবহার করে ছেলের স্ত্রীকে শশুর-শাশুড়িরা সংসার থেকে উৎখাত করতে পারবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্ছ আদালতের এই নির্দেশের ফলে অনেকটাই স্বস্তি পাবেন সেইসব মহিলারা যারা কোনও না কোনও বিবাদে জড়িয়েছেন শশুর-শাশুড়ির সঙ্গে। শুধু তাই নয়, নতুন এই নির্দেশে সেই সব স্ত্রীদেরকেও উৎখাত করা যাবে না যাদের স্বামীর শশুড়বাড়ির সম্পত্তির ওপর কোনও আইনি অধিকার নেই।
আরও পড়ুন: কৃষক আন্দোলন ‘বিরোধী ষড়যন্ত্রের অংশ’, গুজরাটে ভাষণে জানালেন মোদি

বিচারপতি চন্দ্রচূড়, ইন্দু মালহোত্রা ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সম্প্রতি দেখেন যে ২০০৭ আইনের ধারা ব্যবহার করে এক বয়স্ক দম্পতি বেঙ্গালুরুর বাড়ি থেকে নিজেদের ছেলের বউকে বাড়ি থেকে বার করে দেয়। তারপরই নিজের শশুরবাড়িতে থাকার অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন সেই মহিলা। তাঁর পক্ষে রায় দিয়ে বেঞ্চ জানায় যে সিনিয়ন সিটিজেনস অ্যাক্টের তৃতীয় ধারা ব্যবহার করে বাড়িতে থাকার ক্ষেত্রে মহিলাদের অধিকার দিতে হবে। বিচারপতি চন্দ্রচূড় জানান, দুটি আইনই একসঙ্গে কার্যকরী হতে হবে, কোনও একটি ব্যবহার করে অন্যটি অগ্রাহ্য করা চলবে না।