Mysepik Webdesk: বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি। বুধবার বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিংয়ের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। দিল্লিতে দলের সদর দফতরে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং তাঁকে দলের সদস্যপদ দেন। বলা হচ্ছে, লখনউ ক্যান্ট থেকে টিকিট না পেয়ে অখিলেশের ওপর ক্ষুব্ধ তিনি। অপর্ণা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী।
আরও পড়ুন: দেশে একদিনে করোনা আক্রান্ত ২ লক্ষ ৮২ হাজারেরও বেশি
বিজেপির সদস্যপদ নেওয়ার পর অপর্ণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জাতির পূজা করতে বেরিয়েছি। আপনাদের সহযোগিতা আমার খুব দরকার। আমি স্বচ্ছ ভারত মিশন, মহিলাদের স্বনির্ভরতা এবং দলের অন্যান্য পরিকল্পনায় প্রভাবিত হয়েছি। আমি যা করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী তা করব।’ অপর্ণাকে দলের সদস্যপদ দেওয়ার সময় স্বতন্ত্র দেব সিং বলেন, ‘অপর্ণার বিজেপিতে যোগদানের পর দলের মর্যাদা বাড়বে।’ কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘মোদিজির নেতৃত্বে দেশ ও রাজ্যের উন্নয়ন হচ্ছে। সাংসদ ও মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ অখিলেশ যাদব।’