Mysepik Webdesk: প্রাক্তন বাংলার স্পিনার এবং মিজোরাম অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ মুর্তজা লোধগার শুক্রবার রাতে বিশাখাপত্তনমে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। লোধাগরের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি মিজোরাম দলের সঙ্গে বিশাখাপত্তনমে গিয়েছিলেন। তাঁর কোচিংয়েই সেখানে বিনু মানকড় ট্রফি (অনূর্ধ্ব-১৯ ন্যাশনাল ওডিআই) খেলত মিজোরামের ছেলেরা। এই ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর ঘরোয়া মরশুমের সূচনা হবে। ময়দানের প্রিয় ‘মুত্তুভাই’ নৈশভোজের পর হাঁটতে বেরিয়ে হৃদরোগে আক্রান্ত হন। ফিজিও এবং দলের অন্যান্য সদস্যরা তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে অভিষেক ডালমিয়া পিটিআইকে বলেন, “তাঁর যাওয়াটা মেনে নিতে পারছি না। তবে মেনে নিতেই হবে বাস্তবকে। কথা বলেছি মিজোরাম দলের কর্তাদের সঙ্গে। তাঁর মৃতদেহ শনিবার বিমানে করে কলকাতায় নিয়ে আসা হবে। নিয়ম মেনেই তারপর হবে মুর্তজার শেষকৃত্য।” সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া আরও বলেন, “বাংলা ক্রিকেটের সম্পদ ছিলেন মুর্তজা। সিএবি-র পতাকা অর্ধনমিত রেখে তাঁকে সম্মান জানানো হবে। দুই দলের ক্রিকেটাররাই বেঙ্গল টি-২০ লিগের ম্যাচে মাঠে নামবেন। কালো ব্যাজ পরে”