সতীর্থকে চড় মারতে উদ্যত মুশফিকুর রহিম, ভাইরাল

Mysepik Webdesk: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট মাঠে তাঁর সতীর্থকে চড় মারার চেষ্টা করেছিলেন বাংলাদেশের খেলোয়াড় মুশফিকুর রহিম। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে এটি স্পষ্ট যে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম তাঁর ক্ষোভ সামলাতে না পেরে মাঠে নেমে নিজের দলের খেলোয়াড় নাসুম আহমেদকে চড় মারার জন্য হাত বাড়িয়েছেন।
আরও পড়ুন: ১০ জানুয়ারি থেকে শুরু মুশতাক আলি ট্রফি, স্থগিত হতে পারে ঐতিহাসিক রঞ্জি ট্রফি
একটি ক্যাচ নিতে গিয়ে নাসুম ও মুশফিকুর রহিম একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেই ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে দু’জনেই একে অপরের কাছে চলে এসেছিলেন। এ-সময় রহিম একটি ক্যাচ নিলেও তিনি নাসুম আহমেদকে চড় মারার চেষ্টাও করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, মুশফিকুর থাপ্পড় মারার জন্য হাত তোলার সঙ্গে সঙ্গে সম্ভবত বুঝতে পেরেছিলেন যে, তিনি ভুল করছেন। এরপর সঙ্গে সঙ্গে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন। এরপরে মুশফিককে তাঁর সতীর্থ নাসুম আহমেদকে বোঝাতে দেখা গেছে। এই ঘটনার ভিডিয়োটি টুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।