Mysepik Webdesk: তালিবান রয়েছে তালিবানেই। নিজেদের যতই মানবতাবাদী, পরিবর্তিত দাবি করে আসুক না কেন, মাঝেমধ্যেই তালিবানের মধ্যযুগীয় রূপটা বাইরে বেরিয়ে আসছে। সেই রকমই তালিবানের অত্যাচারের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, আফগানিস্তানের এক সংগীতশিল্পীর সাধের বাদ্যযন্ত্রকে তাঁর সামনেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হল। ভিডিওটি এক আফগান সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজাইআরুব জেলার ঘটনা।
আরও পড়ুন: একটি শহর দেখতে অবিকল একজন মানুষের মতো
আফগানিস্তানের এক সাংবাদিক আবদুল হক ওমেরি টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বন্দুকধারী তালিবান ওই সংগীতশিল্পীকে দেখে হাসছেন। অপর এক ব্যক্তি সংগীতশিল্পীর দুরবস্থার ভিডিও রেকর্ড করছেন। টুইট বার্তায় ওমেরি লেখেন, “সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র তালিবানরা পুড়িয়ে দিচ্ছে। সেই দুঃখেই তিনি কাঁদছেন।” প্রসঙ্গত, আফগানিস্তানের ক্ষমতায় আসার পর সংগীতচর্চা বা গানশোনা নিষিদ্ধ করেছে তালিবান প্রশাসন। বিয়ের অনুষ্ঠানেও নিষিদ্ধ হয়েছে লাইভ মিউজিক। এবার এক সংগীতশিল্পীর সাধের বাদ্যযন্ত্র জনসমকক্ষে পুড়িয়ে ফের একবার নিজেদের মধ্যযুগীয় চিন্তাভাবনার পরিচয় দিল তালিবান।