মায়ানমার ইস্যু: নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

Mysepik Webdesk: মায়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সুকি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মায়েন্টকে সোমবার ভোরের দিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। ৭৫ বছর বয়সি সুকিকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। আগামী এক বছরের জন্য দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, নাইপিডোতে টেলিফোন এবং ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: মায়ানমার ইস্যু: আজ রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

এদিকে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন মায়ানমারের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছেন, জনগণের ইচ্ছার ওপর কখনো শক্তি প্রয়োগ করা উচিত নয়।
আরও পড়ুন: মায়ানমারে গ্রেফতার অং সান সুকি

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আজ মঙ্গলবার মায়ানমার ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে। জানা গিয়েছে যে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি হবে রুদ্ধদ্বার। মায়ানমারে নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত এবং সুইৎজারল্যান্ডের কূটনৈতিক ক্রিস্টিন শ্রেনার বারগেনার মায়ানমারে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন বলে বিশেষ সূত্রের খবর।