মায়ানমার ইস্যু: আজ রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

Mysepik Webdesk: আজ, মঙ্গলবার মায়ানমার ইস্যু নিয়ে বৈঠকে বসবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। জানা গিয়েছে যে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি হবে রুদ্ধদ্বার। মায়ানমারে নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত এবং সুইৎজারল্যান্ডের কূটনৈতিক ক্রিস্টিন শ্রেনার বারগেনার মায়ানমারে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন বলে বিশেষ সূত্রের খবর।
আরও পড়ুন: মায়ানমারে গ্রেফতার অং সান সুকি

সোমবার ভোরে এনএলডি-র এক মুখপাত্র জানিয়েছেন যে, মায়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সুকিকে সামরিক বাহিনী আটক করেছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠিত অনলাইন নিউজ সার্ভিস ইরাওয়াদ্দি, নেত্রী অং সান সুকি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মায়েন্টকে সোমবার ভোরের দিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, ৭৫ বছর বয়সি সুকিকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: এই প্রথম দেশের উন্নয়নকারী বিদেশিদের নাগরিকত্ব দেবে আমিরাত

রাষ্ট্রসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত বারবারা উডওয়ার্ড সাংবাদিকদের জানিয়েছেন যে, তাঁর আশা মায়ানমার গঠনমূলক আলোচনার দিকে নজর দেবে। তিনি আরও জানান, জনগণের ভোটের প্রতি তারা সম্মান প্রদর্শন করবে মায়ানমার। এবং বেসামরিক নেতাদের মুক্তি দেবে তারা বলে জানিয়েছেন উডওয়ার্ড। প্রসঙ্গত, এই ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। চলতি সপ্তাহেই যুক্তরাজ্যের সঙ্গে মায়ানমারের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মায়ানমারে চলমান পরিস্থিতিতে আপাতত বাতিল হয়েছে বৈঠকটি।