প্রত্যাবর্তন সুখের হল না নাদালের

Mysepik Webdesk: সাত মাস পর ইতালিয়ান ওপেনের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটেছিল রাফেল নাদালের। ভক্তদের প্রত্যাশা ছিল শিরোপা জিতে প্রত্যাবর্তন সুখকর করে রাখবেন নাদাল। তবে সেরকমটি হল না। তিনি ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে শোয়ার্জম্যানের কাছে হেরে গেলেন। নাদাল ২-৬, ৫-৭ স্ট্রেট সেটে হার স্বীকার করেন।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্ব: ৯ অক্টোবর ব্রাজিল বনাম বলিভিয়া, ঘোষণা ব্রাজিল ফুটবল দল
ক্লে কোর্টের এই টুর্নামেন্টের ম্যাচের পরে নাদাল বলেন, “আমি দু’মাসের লকডাউন চলাকালীন র্যাকেট ছুঁইিনি। এই বছরটা খুবই ব্যতিক্রমী। এটা এমন এক বছর, যা কেউ আশাও করতে পারে না।” ১৯ বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী বলেছেন, “আমি কমপক্ষে তিনটি ম্যাচ খেলেছি।” উল্লেখ্য যে, নাদাল টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচ সহজেই জিতেছিলেন। তবে শোয়ার্জম্যানের বিপক্ষে জয়ের মুখ দেখা হল না নাদালের।
আরও পড়ুন: আরও অনেক জায়গায় উন্নতির দরকার, ম্যাচ জিতে বললেন মাহি
অন্যদিকে শোয়ার্জম্যান বলেছেন, “নিশ্চিতভাবে এটি আমার সেরা ম্যাচ। “টেনিসে তিনটি বড় চ্যাম্পিয়নদের বিপক্ষে আমি কয়েকবার খেলেছি। আমি আজকের আগে পর্যন্ত তাঁদের কখনও পরাজিত করতে পারিনি। আমি খুব খুশি।”