নদিয়ার তুহিন মন্ডলের তাক লাগানো শিল্পকর্ম, হোমিওপ্যাথি ঔষদের শিশিতে আঁকলেন মা দুর্গার প্রতিকৃতি

নদিয়া, ২ অক্টোবর: নদিয়ার চাপড়া বড় আন্দুলিয়ার বাসিন্দা তুহিন মন্ডলের ছোট বেলা থেকেই আঁকার প্রতি ঝোঁক থাকলেও কোনও প্রতিষ্টান কিংবা কোনও শিক্ষকের কাছে তিনি আঁকা শেখেননি। তবে কিছু একটা করার তাগিদ তাঁর সব সময় ছিল। সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু বানিয়ে তাক লাগানোর চেষ্টায় এর আগেও তিনি শুধু পেট দিয়েই বিভিন্ন দেশবরেণ্যদের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে এবার তাঁর অনন্য কৃতিত্ব, হোমিওপ্যাথি ঔষধের শিশির মধ্যে ছবি আঁকা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এটি তাঁর এবারের নিবেদন। মাত্র একদিনের মধ্যেও হোমিওপ্যাথি শিশির মধ্যে মা দুর্গের ছবি এঁকে ফের একবার প্রচারের আলোয় তুহিন মন্ডল।
আরও পড়ুন: আজ থেকে খুলে গেল আলিপুর-সহ রাজ্যের সবকটি চিড়িয়াখানা, টিকিট থাকতে হবে অনলাইনে