নৈহাটি বিস্ফোরণ: কর্তব্যে গাফিলতির জন্য তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ

Mysepik Webdesk: নৈহাটির বিস্ফোরণের ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করল এনআইএ। অভিযুক্ত তিনজনের নাম যথাক্রমে চৈতালী চক্রবর্তী, মনোজ ভার্মা ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্কর। এনআইএ-র ডিজি ওই সুপারিশপত্র পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিব ও ডিজি-কে। ইতিমধ্যেই দু’জনের বিরুদ্ধে চার্জশীট জমা করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি সেই চিঠিতে স্পষ্ট জানিয়েছে, বেআইনি কারখানাগুলি চালানোর ক্ষেত্রে মদত দিয়েছিলেন রাজ্য সরকারের ওই তিন অফিসার। তাদের মদতেই ওই বেআইনি কারখানাগুলোর এতো বাড়বাড়ন্ত।
আরও পড়ুন: এবার বিজেপির অপশাসনের বিরুদ্ধে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ

উল্লেখ্য, গত বছর ৩ জানুয়ারি তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল নৈহাটি। বিস্ফোরণের ফলে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গঙ্গা পেরিয়ে সেই কম্পন পৌঁছে গিয়েছিল হুগলি জেলার চুঁচুড়াতেও। সেখানেও বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি বাড়িও। স্থানীয় পুলিশের দাবি ছিল, গঙ্গার ধারে বেআইনি বাজি নিষ্ক্রিয় করার সময় ওই বিস্ফোরণ ঘটে।