লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুঃখ দুর্দশার ছবি তুলে ধরবে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো

Mysepik Webdesk: কোভিড পরিস্থিতিতে একগুচ্ছ স্বাস্থ্যবিধির শর্ত সাপেক্ষে এরাজ্যে দুর্গাপুজোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ করোনা পরিস্থিতির মধ্যেই বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। চলছে থিম তৈরির কাজ। পিছিয়ে নেই নাকতলা উদয়ন সংঘের থিম সাজানোর কাজ। এবছর তাদের পুজোর থিমে তুলে ধরা হবে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুঃখ দুর্দশার ছবি। শুধু তাই নয়, থিম প্রস্তুত করার দায়িত্বেও থাকছে সেই পরিযায়ী শ্রমিকরাই।
আরও পড়ুন: নদিয়ায় টিনের ছাউনি ভেঙে মদের দোকানে চুরি
অভিনব এই থিমের পরিকল্পনা করেছেন শিল্পী ভবতোষ সুতার। তাঁরই তত্ত্বাবধানে মুর্শিদাবাদ, নাদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা থেকে আসা ৬০ জন পরিযায়ী শ্রমিক তাদের হাতের কাজেই তুলে ধরবেন তাদের দুঃখ দুর্দশার কাহিনী। লকডাউনে যান চলাচল বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিকরা কতটা কষ্ট করে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন, সেটাও মডেলের আকারে মানুষের সামনে তুলে ধরা হবে। এবছর উদয়ন সংঘের প্রতিমার উচ্চতা হতে চলেছে ১২ ফুট। পাশাপাশি ভিড় এড়াতে চারটি বিশাল স্ক্রিনে দেখানো হবে মণ্ডপের ভেতরের সৌন্দর্য।