ফেব্রুয়ারিতে ফের রাজ্যে নরেন্দ্র মোদি, উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্পের

Mysepik Webdesk: সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর ভোটের আগেই ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রচারে নয়, তিনি আসছেন কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে। আগামী ৭ ফেব্রুয়ারী তিনি হলদিয়ায় আসবেন বলে জানা গিয়েছে। হলদিয়ায় বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন তিনি। ইতিমধ্যেই তাঁর সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাঁকে স্বাগত জানাতে পরিকল্পনা শুরু করে দিয়েছে আইওসি, বিপিসিএল-সহ একাধিক তেল সংস্থা। এদিকে সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার হলদিয়া যাবেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তিনি আইওসির এক্সিকিউটিভ ডিরেক্টর, হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান, ইনল্যান্ড ওয়াটারওয়েজের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: অমিত শাহের ফোন পেয়ে আজই বিশেষ বিমানে দিল্লি রওনা হচ্ছেন রাজীব

ইতিমধ্যেই হলদিয়ায় তাঁর সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সমগ্র অনুষ্ঠানটি করা হবে টাউনশিপ বন্দরের হেলিপ্যাড ময়দানে। প্রধানমন্ত্রী আগামী ৭ ফেব্রুয়ারী হলদিয়ায় যে সব প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে আইওসিরর পরিবেশবান্ধব জ্বালানি পেট্রোল তৈরির প্রকল্প বিএস-৬, ভারত পেট্রোলিয়ামের ইমপোর্ট এলপিজি টার্মিনাল-সহ আরও বেশ কয়েকটি প্রকল্প।