মহাকাশে নতুন ‘টয়লেট’ পাঠাচ্ছে নাসা

Mysepik Webdesk: মহাকাশে শূন্য-অভিকর্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন টয়লেট পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানা গিয়েছে টাইটানিয়াম স্পেস টয়লেটটি আরও দূরবর্তী অঞ্চলের পরীক্ষা নিরীক্ষায় সাহায্য করবে। শূন্য অভিকর্ষ অঞ্চলে শরীরের বর্জ্য পদার্থ নিঃসরণের জন্য এক্ষেত্রে বিশেষ প্রযুক্তি সম্পন্ন এই টয়লেটে ব্যবহার করা হচ্ছে ভ্যাকুয়াম সিস্টেম। গোপনীয়তা রক্ষার জন্য সাধারণ পাবলিক টয়লেটের মতোই একটি কিউবিকলের মধ্যে এটি থাকবে। এর আনুমানিক ওজন হবে ৪৫ কেজি, উচ্চতায় ২৮ ইঞ্চি। অথচ সাধারণ টয়লেটের চেয়ে এটি ৬৫ ভাগ ছোট ও ৪০ ভাগ হালকা।
আরও পড়ুন: এবার ইলেকট্রিক ব্যাটারিতে উড়বে বিমান!
জানা গিয়েছে, এই টয়লেটটি বানাতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ১৬৯ কোটি টাকার কাছাকাছি। এই টয়লেটের ভ্যাকুয়াম সিস্টেমটি বিশেষ প্রযুক্তিতে বানানো হয়েছে যাতে মহিলা মহাকাশচারীরা আগের চেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যদিও গত বৃহস্পতিবার ওই টয়লেট বহনকারী রকেটটি উৎক্ষেপণের ঠিক তিন মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছিল। তবে ত্রুটি সারিয়ে ফের রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে নাসার তরফ থেকে।