করোনাকালে প্রথমবার প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ পৌঁছল নেপাল

Mysepik Webdesk: নেপালের জাতীয় পুরুষদের ফুটবল দল স্বাগতিকদের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ পৌঁছেছে। আজ সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে হিমালয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৫ জন খেলোয়াড় এবং ১১ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিমটি উঠেছিল। তারা ১৩ এবং ১৭ নভেম্বর বাংলাদেশের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। উল্লেখ্য যে, করোনাকালে এই প্রথম কোনও বিদেশি দল পৌঁছেছে প্রতিবেশী দেশে।
আরও পড়ুন: জল্পনা কি সত্যি! মহামেডান স্পোর্টিংয়ে এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক

প্রীতি ম্যাচের ৮ দিন আগে নেপাল ফুটবল টিম বাংলাদেশ পৌঁছল, কারণ দলের প্রত্যেককে এক সপ্তাহের জন্য ঢাকায় হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে। খেলোয়াড়দের ইতিমধ্যে করোনা টেস্ট করা হয়েছে এবং রিপোর্টে নেগেটিভ ফুটবলারদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়াও দুই দলের ফুটবলারের ম্যাচের ৭২ ঘণ্টা আগেও হবে আরও একবার কোভিড টেস্ট।