ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে নেপালের ‘ভারত বিরোধী’ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব কেড়ে নেওয়া হল

Mysepik Webdesk: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli) বুধবার তাঁর মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল ঘটিয়েছেন। নেপালের উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেলের থেকে নিয়ে নেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। কূটনৈতিকদের মতে এই ঘটনায় ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। পোখরেল এখন কোনও পোর্টফলিও ছাড়াই মন্ত্রী হয়ে থাকবেন। প্রসঙ্গত, বরাবরই ‘ভারত বিরোধী’ হিসেবেই চিহ্নিত ছিলেন ঈশ্বর পোখরেল।
আরও পড়ুন: খাবারের দাম আকাশছোঁয়া, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নাগরিকের খোদ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

চিনের সঙ্গে হাত মিলিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছিল নেপাল। কিছুদিন আগেই ঈশ্বর পোখরেল ভারতীয় সেনার গোরখা জওয়ানদের ভারত সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “নেপালি গোর্খা সেনা জওয়ানদের অনুভূতিতে আঘাত করেছে ভারত সরকার। এই নেপালি গোরখা জওয়ানরাই ভারতের সীমান্ত রক্ষার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, আর তাঁদের অনুভূতিতে আঘাত করা মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি ভারতীয় সেনায় নিযুক্ত গোরখা বাহিনী নরবানের এই মন্তব্যের পর নিজেদের উচ্চ পদস্থ অফিসারদের আর সন্মান করবে না।”