নতুন সম্পর্ক বি-টাউনে? গোপনে মালদ্বীপ অনন্যা-ঈশান

Mysepik Webdesk: বি-টাউনে নতুন প্রেমের গন্ধ পাওয়া যাচ্ছে। বছর শেষের ছুটি কাটাতে বলিউডের দুই উঠতি তারকা পাড়ি দিয়েছেন মালদ্বীপের নীল সাগরের পাড়ে। সত্যিই কি তবে প্রেম করছেন ঈশান খট্টর আর অনন্যা পান্ডে? তাদের ভাবগতিক দেখে তো তেমনটাই মনে হচ্ছে।
আরও পড়ুন: টুইটার-ইন্সটা থেকে জীবনের সব পোস্ট ডিলিট করে দীপিকা শেয়ার করলেন অডিও ডাইরি
নিউ-ইয়ার ইভ সেলিব্রেট করতে দু’জনে পাড়ি দিয়েছেন মালদ্বীপে। অনন্যা-ঈশান একসঙ্গে জুটি বেঁধে ‘কালি-পিলি’তে অভিনয় করেছিলেন। ছবি না চললেও তাঁদের বন্ধুত্ব যে ভালই দৌড়াচ্ছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে।

এদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে দুর্দান্ত ছবি সোশ্যাল দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে। অনন্যা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। মলদ্বীপ থেকে বেশ সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: শাহিনবাগের বিলকিস দাদিকে ‘ওয়ান্ডার ওম্যান’-এর সম্মান

কখনও গা ভাসাচ্ছেন নীল জলে, কখনও আবার রোদ পোহাচ্ছেন। তবে নতুন বছরের প্রথম দিনে অনন্যা পান্ডের বিকিনি পরা প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছে, উথলে পড়ছে যৌবন। অনন্যা তাঁর ছবির ক্যাপশানে লিখেছেন উজ্জ্বল এক উপস্থিতি দেখাচ্ছে নতুন বছর। সুস্বাগতম ২০২১।
তবে দুজনে একসঙ্গে একটাও ছবি শেয়ার করেননি তাঁরা। স্লিক বিকিনিতে অনন্যার দূর্দান্ত ফিগার যেন আগুন। ঈশানও কম যান না। উন্মুক্ত শরীরে তাঁর অ্যাবসও স্পষ্ট।