Latest News

Popular Posts

নতুন বছরে রবি শাস্ত্রী, রণবীর সিংয়ের নাচের ভিডিয়ো ভাইরাল

নতুন বছরে রবি শাস্ত্রী, রণবীর সিংয়ের নাচের ভিডিয়ো ভাইরাল

Mysepik Webdesk: ফের শিরোনামে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। যদিও এক্ষেত্রে তাঁর সঙ্গে রয়েছেন বলিউড স্টার রণবীর সিংও। দু’জনের ঝলমলে নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘৮৩’ ফিল্মের প্রিমিয়ার রাতের। সেখানে দু’জনেই বেদম নেচেছিলেন। দু’জনেই ‘হাম বনে তুম বনে এক দুজে’ গানে মগ্ন। ভিডিয়োটিতে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপের নায়ক বলবিন্দর সিং সান্ধুও রয়েছেন।

আরও পড়ুন: কোহলিকে অধিনায়কত্ব না ছাড়ার কথা বলেছিলেন নির্বাচকরা: চেতন শর্মা

এই পার্টির ভিডিয়ো শেয়ার করে রবি শাস্ত্রী লিখেছেন, ‘২০২২-এ পা রাখা খুবই আনন্দদায়ক। রণবীর সিংকে ধন্যবাদ আমাকে একটি চমৎকার নাচ শেখানোর জন্য। ২০২২ আপনার সকলের জন্য একটি দুর্দান্ত, স্বাস্থ্যকর এবং অনুপ্রেরণাদায়ক বছর হোক।’ উল্লেখ্য, রণবীর সিংয়ের ছবি ৮৩ কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপের উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৭২ কোটি টাকা। সম্প্রতি টিম ইন্ডিয়ার কোচিং ছেড়েছেন শাস্ত্রী। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ার নতুন কোচ করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। ২০১৭ সালে শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ করা হয়েছিল। এর আগে ২০১৪ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত দলের পরিচালক ছিলেন তিনি।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *