বর্ষবরণের রাতে দিল্লিতে নাইট কার্ফু, আর পশ্চিমবঙ্গে?

Mysepik Webdesk: করোনা সংক্রমণের টানটান স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে ভারতে। আর সেই কারণেই করোনা সংক্রমণ রুখতে দিল্লির সরকার বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দিল্লিতে জারি কড়া হয়েছে নাইট কার্ফু। অর্থাৎ এ দিন রাতে দিল্লির বুকে হবে না কোনও বর্ষবরণের উৎসব। বাড়ি থেকেও বেরোনোর কোনও সুযোগ থাকছে না এ দিন। দিল্লির বর্তমান করোনা পরিস্থিতি দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
আরও পড়ুন: ভারত-ব্রিটেনের উড়ান বাতিল আগামী ৭ জানুয়ারী পর্যন্ত

এদিকে এই রাজ্যে কোনও কার্ফু জারি কড়া না হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষকে বার বার সাবধান করে বলা হয়েছে ভিড় এড়িয়ে যাওয়ার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আবেদন করেছেন সম্ভব হলে বর্ষবরণের উদযাপন এড়িয়ে যেতে। একান্তই যদি বাইরে বেরোন, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বর্তমানে বাংলায় করোনা সংক্রমণের হার নিম্নগামী। ফলে, রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপে যে সুফল পাওয়া যাচ্ছে, তা প্রমাণিত। এই পরিস্থিতিতে নতুন করে আর নাইট কার্ফুর প্রয়োজন নেই।