সোমবার বিহারে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন নীতীশ কুমার

Mysepik Webdesk: সমস্ত শরিক দলের সঙ্গে কথাবার্তার পর আগামী সোমবার বিহারে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন নীতীশ কুমার। জানা গিয়েছে, করোনা আবহে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানটি গান্ধি ময়দানে না হয়ে আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে রাজভবনের হলে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিহারে আনার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপির নেতা-মন্ত্রীরা।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত অর্ণব গোস্বামী

জানা গিয়েছে, মন্ত্রিসভা তৈরি হতে পারে মোট ৩৬ জন সদস্যকে নিয়ে। যেহেতু জেডিইউ থেকে অনেক বড় ব্যবধানে জিতেছে বিজেপি, সেহেতু মন্ত্রীদের মধ্যে ২২ জনই থাকবেন বিজেপি থেকে এবং বাকিরা থাকবেন অন্যান্য দল থেকে।