পঞ্চাশ পূর্ণ করে প্রয়াত শ্বশুরকে শ্রদ্ধা নীতীশ রানার

Mysepik Webdesk: এদিন ছিল কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। কলকাতার হয়ে ওপেন করতে নেমেছিলেন নীতীশ রানা এবং শুভমান গিল। গিল মাত্র ৯ রানের মাথায় দিল্লির বোলার এনরিচ নর্টজির বলে বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে নীতীশ রানা ৫৩ বলে ৮১ রানের একটা ঝকঝকে ইনিংসে খেলেন।
আরও পড়ুন: বরুণে ভর করে জয়ের সরণিতে কেকেআর

ম্যাচ চলাকালীন রানা তাঁর প্রয়াত শ্বশুর সুরিন্দর মারওয়াহকে শ্রদ্ধা জানান। শুক্রবার তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। নিজের অর্ধশতরান পূর্ণ করার পর তিনি জার্সি দেখান। সেই জার্সিতে লেখা ছিল ‘সুরিন্দর’। আইপিএল তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এ বিষয়টি নিশ্চিত করেছে।