ঠান্ডায় ডিউটি করার অভিজ্ঞতা নেই, লাদাখে একের পর এক অসুস্থ হয়ে পড়ছে চিন সেনারা

Mysepik Webdesk: লাদাখে কিছুতেই আর ঠান্ডা সহ্য করতে পারছে না চিন সেনারা। সেই কারণেই পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন থাকা চিন সেনা একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। শুধু তাই নয়, প্রবল ঠান্ডায় জমে গিয়ে কয়েকজন সেনার প্রাণ হারানোরও খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, প্যাংগং লেকের উত্তর এলাকায় মোতায়েন থাকা চিন সেনাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহেই ওই এলাকা থেকে কয়েকজন চিন সেনা জওয়ানদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে জোড়া জঙ্গি হামলা, নিহত ২০
অন্যদিকে ভারতীয় সেনাদের প্রবল ঠান্ডার মধ্যেও মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। সিয়াচেনের হাড় কাঁপানো ঠাণ্ডায় তাদের ডিউটি করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই কারণে লাদাখে ভারতীয় সেনাদের ডিউটি করতে কষ্ট হলেও তাঁরা সহজেই পরিবেশ পরিস্থিতি সামলে নিতে পারছে। কিন্তু চিনের জওয়ানদের ঠান্ডার মধ্যে ডিউটি করার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। যদিও এর আগে চিনের মিডিয়া দাবি করেছিল, চিনের সেনা লাদাখে ঠাণ্ডার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত। তাছাড়া ঠাণ্ডা থেকে জওয়ানদের বাঁচানোর জন্য অত্যাধুনিক ব্যারাকও বানানো হয়েছে। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা।