সমুদ্র সৈকতে বন্ধুর সঙ্গে তুমুল নাচ নোরার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Mysepik Webdesk: মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি এখন বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী। বলিউডে তাঁর একের পর এক আইটেম গান হিট করেছে। সম্প্রতি সমুদ্র সৈকতে নেচে আরও একবার নজর কেড়েছেন ‘দিলবার দিলবার’ খ্যাত এ তারকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা যখনই ওই ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। সমুদ্র সৈকতে তাঁকে হেয়ারস্টাইলিস্ট মার্ক পেদ্রোজোর সঙ্গে নাচতে দেখা গেছে। ইতিমধ্যেই ৩০ লক্ষ্যের বেশি ভিউ হয়েছে ভিডিওটি।
আরও পড়ুন: একটু অন্যরকম গল্পের স্বাদ পেতে দেখতে পারেন চার পর্বের ওয়েব সিরিজ গরিবের ডার্ক ‘JL50’
কয়েকদিন আগেই একটি রিয়ালিটির মঞ্চে হাজির হয়েছিলেন নোরা ফতেহি। ওই রিয়ালিটি শোয়ের বিচারক ছিলেন গীতা কাপুর এবং টেরেন্স লুইস। মালাইকা অরোরা করোনা আক্রান্ত হওয়ার পর মালাইকার পরিবর্তে নিয়ে আসা হয় নোরাকে। তবে করোনামুক্ত হয়ে মালাইকা ফিরে আসার পর তিনি অবশ্য বিদায় নেন।