মোটেই ভাল নেই মার্কিন প্রেসিডেন্ট, শরীরে কমছে অক্সিজেনের পরিমাণ

Mysepik Webdesk: নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়া। প্রেসিডেন্টের করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম বুলেটিন আসে গত শনিবার, সেই সময় জানানো হয়েছিল আগামী ৪৮ ঘন্টা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে এবং তাঁর উপসর্গও হালকা, অর্থাৎ সেরকম উদ্বেগের কোনও কারণ নেই। হোয়াইট হাউজ থেকে যে বুলেটিন জারি করা হয়েছে, তাতে প্রেসিডেন্টের স্বাস্থ্যের বিষয়ে বিশদে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ভারতকে চাপে রাখতে বাংলাদেশে রাস্তা গড়তে চাইছে চিন
তবে জানা গিয়েছে রবিবার থেকে হটাৎ করে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করেছে। ট্রাম্পের চিকিৎসক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে স্টেরোয়েড দেওয়া হয়েছে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়াও। ওয়াল্টার রিড আর্মি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তিনি বর্তমানে হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন। প্রসঙ্গত, গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে তিনি ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। হোয়াইট হাউজের পক্ষ থেকে এদিন জানানো হয়, ট্রাম্প ক্লান্ত বোধ করছেন ঠিকই, তবে তিনি আশাবাদী যে দ্রুত সেরে উঠবেন।