বডি শেম নয়, সুইম স্যুটে ছবি, সাহসী অপাদি

Mysepik Webdesk: টলিউড ইন্ডাস্ট্রি তিনি নামকরা একজন অ্যাক্ট্রস। বর্তমান সুপারস্টার প্রসেনজিৎতের সঙ্গে জুটিও বেঁধেছেন। কিন্তু এবার যা করলেন তা দেখে হতবাক তাঁর অনুরাগীরা। ‘লক্ষ্মীমন্ত বউমা’র পোশাক ছেড়ে সুইম স্যুটে হট ছবি দিলেন টলিউডের অপাদি। মানে অপরাজিতা আঢ্য।
আরও পড়ুন: প্রিয়াঙ্কার আনফিনিশড!

নাদুশ-নুদুশ গোলগাল চেহারায় বরাবরই তিনি লক্ষ্মীমন্ত বউয়ের অবতারে এসছেন। কিন্তু ইদানিং তিনি একটু বেশি ফিগারকনসিশাস হয়ে উঠেছেন। তাই ডায়াটও কন্ট্রোল করেছেন। তবে এবার বডি শেম ছেড়ে রীতিমত ক্যামেরার সামনে সাহসী পোজ দিতে দেখা গিয়েছে অপরাজিতাকে।
আরও পড়ুন: লাল জিম স্যুটে ক্যাট!

কিছুদিন আগে বেড়াতে গিয়ে কোনও একটি রিসটের সুইমিং পুলের নীল জলের মাঝে উজ্জ্বল রানি সুইম স্যুটে পোজ দিয়েছেন। ‘চিনি’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই ওজন অনেকটা ঝরিয়ে ফেলেছেন অপরাজিতা। কিছুদিন আগে স্যোসাল মিডিয়া পোস্ট করেছিলেন তাঁর শারীরির কসরতের ভিডিয়োও। আর এ বার সুইম শ্যুটে নিজের ছবি দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছেন তিনি।