ব্রিটেনের পর এবার আফ্রিকা, কোভিডের নয়া স্ট্রেনের আতঙ্ক মুম্বইয়ে

Mysepik Webdesk: দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমার মুখেই ফের আতঙ্ক ছড়িয়েছিল ব্রিটেনের নয়া কোভিড স্ট্রেন। তবে ভারতে এখনও পর্যন্ত সেই স্ট্রেন ছড়িয়ে পড়া আটকানো গেলেও এবার উপস্থিত আরও এক নয়া আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকা থেকে আগত নতুন প্রজাতির সংক্রমণ তিনটি অ্যান্টিবডিকেই এড়িয়ে যেতে সক্ষম। মহারাষ্ট্রের খারগড়ের টাটা মেমোরিয়াল সেন্টার মুম্বই সংলগ্ন অঞ্চলে তিনজন রোগীর শরীরে এই নয়া ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এই নতুন স্ট্রেনের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গিয়েছে ব্রিটেনের নতুন E484K স্ট্রেনের, যদিও নতুন এই স্ট্রেনের গঠন ব্রিটেনের স্ট্রেনের চেয়ে অনেকটাই আলাদা।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে যোগিরাজ্যে চার উচ্চপদস্থ আধিকারিকে সিকিউরিটি গার্ড, পিওনের পদে অবনতি

টাটা মেমোরিয়াল সেন্টারের ACTREC বিভাগের গবেষক দলের সদস্য হেমাটোপ্যাথোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রোফেসর নিখিল পটকর জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া করোনাভাইরাসের তিন প্রজাতির মধ্যে অন্যতম E484K এর সন্ধান পাওয়া গিয়েছে ৭০০টি নমুনার মধ্যে মাত্র ৩টি নমুনায়। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন এই স্ট্রেনকে আরও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। কারণ এটি সাধারণ ভাইরাসের আক্রমণে শরীরে তৈরি হওয়া তিন ধরণের অ্যান্টিবডিকেই এড়াতে সক্ষম। এই তিন রোগীর দুই জন মহারাষ্ট্রের থানের বাসিন্দা এবং তৃতীয় জনের বাড়ি রায়গড়ে। তিন জনের শরীরেই মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। সেই কারণে দু’জনকে হোম কোয়ারেন্টাইন এবং একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে কাউকেই ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হয়নি।