পুরোপুরি চোটমুক্ত নন, দ্বিতীয় টেস্টে নেই ওয়ার্নার

Mysepik Webdesk: অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন না। তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। গত সপ্তাহে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল। ওয়ার্নার সেই ম্যাচেও খেলতে পারেননি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্টে তিনি ফিট থাকবেন বলে আশা করা হয়েছিল।
আরও পড়ুন: কোহলির অনুপস্থিতিতে তৃতীয়বারর অধিনায়ক রাহানে, জেনে নিন রেকর্ডটি কেমন

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়ার্নার আহত হয়েছিলেন, যার কারণে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দ্বিতীয় টেস্টের জন্য তিনি মাঠে নামতে পারবেন না। তাছাড়াও সিএ জানিয়েছে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া এ-র অনুশীলন ম্যাচ চলাকালীন অ্যাবট আহত হয়েছিলেন, সেখান থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।