‘ভাইপোতে নয়, আমার আপত্তি তোলাবাজ ভাইপোয়।’ কাঁথির মিছিল থেকে শুভেন্দুর আক্রমণ তৃণমূলকে

Mysepik Webdesk: বৃহস্পতিবার কাঁথিতে শুভেন্দুর পালটা কর্মসূচিতে উপচে পড়ল মানুষের ভিড়। এ দিন বেলা ৩টে নাগাদ কাঁথি-মেছেদা বাইপাস থেকে শুরু হয় পদযাত্রা। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মোট ৫ কিলোমিটার পথ পৌঁছানোর কথা ৫ ঘন্টায়। কাঁথি বাসস্ট্যান্ডের কাছে মাঠে হয়েছে জনসভার আয়োজন। এ দিন শুভেন্দুর মিছিলের যাত্রাপথে রাস্তার দু’ধারের বাড়িগুলি থেকে বিজেপির কর্মী সমর্থকদের ফুল ছুঁড়তে দেখা যায়।
আরও পড়ুন: বাংলায় আসন্ন বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট কংগ্রেসের, সিদ্ধান্ত কংগ্রেস হাইকম্যান্ডের

জনসভায় পৌঁছানোর আগেই তিনি তৃণমূলকে আক্রমণ করেন, তিনি বলেন, ‘আমার আপত্তি ভাইপোতে নয়। আমার আপত্তি তোলাবাজ ভাইপোয়।’ দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ২০০ আসনে জিতবে। তাঁর এই কথা বলার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। তিনি বলেন, “কলকাতাকে যিনি মিনি পাকিস্তান বলেছিলেন তিনিই আমাকে গতকাল নীতিশিক্ষা দিয়ে দিয়ে গিয়েছেন।” শুভেন্দুর মিছিল থেকে এ দিন জয়প্রকাশ মজুমদার বলেন, “এই জনপ্লাবনই বলছে ২০২১এ তৃণমূলের শাসন শেষ হতে চলেছে। বিধানসভা নির্বাচনে ২৯৪টি কেন্দ্রে প্রার্থী জোগাড় করা মুশকিল হবে তৃণমূলের পক্ষে।”