রোহিতের চোট সম্পর্কে কিছুই পরিষ্কার নয়: বিরাট কোহলি

Mysepik Webdesk: টিম ইন্ডিয়া আজ অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচের প্রায় ১৫ ঘণ্টা আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি অনলাইন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। রোহিত শর্মার চোট সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজের অসন্তুষ্টি গোপন করেননি। কোহলি বলেন, “রোহিতের চোট সম্পর্কে কিছুই পরিষ্কার নয়। এ-কারণে তার অ্যাভেলিভিটি নিয়ে টিম ম্যানেজমেন্টকে ধৈর্যের খেলা খেলতে হচ্ছে। যেটা মোটেও ভালো নয়।”
আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের ছায়া

কোহলি এখানেই থামেননি। তিনি বলেন, “ঋদ্ধিমান সাহা অস্ট্রেলিয়ায় রিহ্যাব করছে। আমরা ওর প্রোগ্রেস সম্পর্কে জানি। আমরা চেষ্টা করছি যে, টেস্ট সিরিজের ও যাতে সেরে ওঠে। রোহিত এবং ইশান্তের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারত। তবে এখন ওদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।” আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরির মালিক বলেন, “আমরা সিলেকশন কমিটির মিটিং থেকে আমরা একটি মেইল পেয়েছিলাম। মেইলে জানানো হয়েছিল, চোটের কারণে রোহিতকে অস্ট্রেলিয়া সফরের জন্য পাওয়া যাচ্ছে না। মেইলে রোহিতের আঘাত কতটা গুরুতর, সে-সম্পর্কে বলা হয়েছিল। রোহিতও এটা জানত।”