করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর নোভ্যাক্সের টিকা!

Mysepik Webdesk: নোভ্যাক্সের টিকা করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধে কার্যকর বলে দাবি করা হয়েছে ইংল্যান্ডে নোভ্যাক্সের পক্ষ থেকে। উল্লেখ্য, এ নিয়ে ব্রিটেনে এক বড় পরিসরে ট্রায়াল চলেছিল। সেখানেই প্রমাণ হয়েছে যে, নতুন ধরনের করোনাভাইরাসকে সুরক্ষা দিতে কার্যকর এই নোভ্যাক্সের টিকা। বিবিসির পক্ষ থেকে এ খবর জানা গেছে। তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন যে, এবার ইংল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা নোভ্যাক্সের টিকা পরীক্ষা করবে।
আরও পড়ুন: ড্যানিয়েল পার্লের হত্যাকারী পাক-জঙ্গি ওমর শেখকে মুক্তি

নোভ্যাক্সের তরফে বলা হয়েছে যে, ব্রিটেনে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরে দেখা গিয়েছে ৮৯.৪ শতাংশ কার্যকর তাদের টিকা। প্রায় ১৫ হাজার মানুষকে প্রয়োগ করা হয়েছে এই টিকা, যার মধ্যে ছিল ১৮ থেকে ৮৪ বছরের মানুষ। এরমধ্যে আবার ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষ ছিল ২৭ শতাংশ। তাছাড়াও জানা গিয়েছে যে, ৬০ শতাংশ নোভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় উদ্ধার ৩৩ শিশুর ৮ যৌন নিপীড়নের শিকার

যদিও এখনও মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন মিলেনি। এই অনুমোদন মিললে চলতি বছরের মাঝামাঝি সময়ে এই টিকা প্রয়োগ শুরু করবে ব্রিটেন বলে সূত্রের খবর। নোভাভ্যাক্সের চিফ এক্সিকিউটিভ স্ট্যান এর্ক বলেন, ‘‘ইংল্যান্ড এই টিকা ট্রায়ালের ফলাফল অসাধারণ। আমরা আশানুরূপ ফল পেয়েছি ট্রায়াল থেকে।’ অন্যদিকে, নোভ্যাক্সের এই টিকা দক্ষিণ আফ্রিকায় ট্রায়ালের পরে ৬০ শতাংশ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।”