এবার ডেবিট কার্ড ছাড়াই এসবিআই এটিএম থেকে টাকা তোলা যাবে, জেনে নিন কীভাবে?

Mysepik Webdesk: ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি দারুন সুবিধা এনেছে। এটিএম কার্ড ছাড়াই এবার গ্রাহকরা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১৬,৫০০ টি এবিসিআই এটিএম থেকে গ্রাহকরা টাকা তুলতে পারবেন কোনও রকম কার্ডের ব্যবহার ছাড়াই।
আরও পড়ুন: কৃষি আন্দোলন আরও তীব্র হওয়ার ইঙ্গিত, গাজিপুর সীমান্ত থেকে পিছু হটল পুলিশ

তবে এই সুবিধা পেতে গেলে গ্রাহকদের কাছে থাকতে হবে একটি স্মার্টফোন এবং তাতে এসবিআই ইয়োনো অ্যাপ ইনস্টল থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্কের দাবি, এর ফলে কার্ড ক্লোনিং বা স্কিমিং-এর মতো জালিয়াতি ঠেকান যাবে এবং গ্রাহক তথ্য চুরির ঝুঁকি থাকবে না। এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমে ছয় অংকের ইয়োনো ক্যাশ পিন নাম্বার জেনারেট করে নিতে হবে। টাকা তোলার সময় গ্রাহকদের ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নাম্বারে এসএমএস করে আরও একটি ছয় অংকের রেফারেন্স নাম্বার পাঠানো হবে। ওই রেফারেন্স নাম্বার এবং পিন নাম্বারের সময়সীমা থাকে আধ ঘন্টা। তার মধ্যেই ওই পিন ব্যবহার করে নিকটবর্তী ইয়োনো ক্যাশ পয়েন্টে গিয়ে টাকা তোলা যাবে।