জল্পনা উসকে নতুন অবতারে ভিডিও শেয়ার করলেন নুসরত

Mysepik Webdesk: টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন একটি ভিডিও শেয়ার করলেন। যেখানে অভিনেত্রীকে নিত্য নতুন টেডি বিয়ারের সঙ্গে খেলতে দেখা যায়। শুধু তাই নয় ডোরেমন থেকে অন্যন্য সফ্ট টয়েজের সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: কঙ্গনাকে সমর্থন করায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে মারধরের অভিযোগ শিবসেনা বিরুদ্ধে

নুসরত জাহান এই ভিডিও শেয়ার করার আগে বেশ কয়েকটি ফটোশ্যুট করেন। তার সেই ছবিগুলো ইন্টারনেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী, হঠাৎ করে কেন ওইভাবে ফটোশ্যুট করলেন, তা নিয়ে উৎসাহী হয়ে ওঠেন অভিনেত্রীর অনুরাগী এবং ভক্তরা। তবে অভিনেত্রীর ওই আদর মাখানো ফটোশ্যুট দেখে, তাঁর ভক্তরা তাঁকে ভালবাসায়ও ভরিয়ে দেন।
আরও পড়ুন: প্রেমিককেই বিয়ে করলেন গওহর

এদিকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে ব্যস্ত সাংসদ অভিনেত্রী। ‘দুয়ারে সরকার’ নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন ফটোশ্যুট এবং ছবির শ্যুটিং নিয়েও ব্যস্ত থাকছেন নুসরত জাহান।
দেখুন ভিডিও:
ছবি ও ভিডিও: ইনস্টাগ্রাম