রাজের জন্মদিনে আদর মাখা চুমু উপহার দিলেন শুভশ্রী

Mysepik Webdesk: পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিনে তাঁকে উষ্ণ চুমুতে ভরিয়ে দিলেন ঘরণী শুভশ্রী। সকাল বেলাতেই অবশ্য স্বামীকে উষ্ণতায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবিতে দেখা যাচ্ছে চরম আবেগে রাজের হাতে চুমু খাচ্ছেন শুভশ্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কারণ ছাড়াই তোমার হাত ধরে থাকতে ভাললাগে, শুধু তোমার চোখে চোখ রেখেই কাটিয়ে দিতে পারি সারাজীবন’। তিনি আরও লিখেছেন, ভগবানকে ধন্যবাদ যে তুমি এরকমই একজনকে বানিয়েছ যে এখন আমার অংশ, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে অনুভব করি, তোমাকে আমি কতটা ভালোবাসি’।
দেখুন সেই ছবি।
আরও পড়ুন: ফের মা হলেন শিল্পা শেট্টি, এবার জন্ম দিলেন কন্যা সন্তানের

