দোলের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে দক্ষিণ দমদমে ভোট প্রচার করলেন ব্রাত্য বসু

Mysepik Webdesk: আজ দোল পূর্ণিমা। এদিন বাঙালি সচরাচর থাকে উৎসবের মেজাজে। আজ এই উৎসবের দিনে একপ্রকার সবের মেজাজেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারলেন দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, আজকের এই শুভ দিনকে ভোট প্রচারের জন্য বাছা হয়েছে বলে তিনি খুব আনন্দিত।
আরও পড়ুন: ভোট দেওয়ার পরের দিনই লালগড় থেকে গ্রেফতার ছত্রধর মাহাতো

উল্লেখ্য, প্রাক্তন পুরপিতা ধনঞ্জয় মজুমদারের উদ্যোগে এদিন ৫ নম্বর ওয়ার্ডে দুই ঘণ্টাব্যাপী শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার চলে। অগণিত কর্মী-সমর্থকরা অংশ নিয়েছিলেন এই অভিনব শোভাযাত্রায়। বাংলা সিরিয়াল জগতের নক্ষত্ররাও প্রচার সভায় অংশগ্রহণ করেছিলেন। এর গোটা শোভাযাত্রা এক অন্য মাত্রা পায়। দোল পূর্ণিমার দিন তৃণমূলের রঙের রঙিন হয়ে ওঠা শোভাযাত্রার মাধ্যমে ব্রাত্য বসু পরপর তিনবার জয় পাওয়ার ব্যাপারে দুর্দান্ত আত্মবিশ্বাসী।