Mysepik Webdesk: বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হয়েছে দীপাবলি। দীপাবলির শুভেচ্ছা জানাতে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু পাকিস্তানের এক মন্ত্রী শুভেচ্ছা জানাতে গিয়ে বড়োসড়ো ভুল করে বসেন। তিনি দীপাবলির শুভেচ্ছা জানানোর পরিবর্তে টুইটারে ‘দোলযাত্রা’র শুভেচ্ছা জানিয়ে বসেন। আর তাতেই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে তিনি ভুল বুঝতে পেরে সেই টুইটটি মুছে দেন। কিন্তু, ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: একেই বলে পাপের সাজা! কুকুরের ওপর অত্যাচার করা ব্যক্তিকে আছাড় মারল গরু
বৃহস্পতিবার টুইটারে পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ দীপাবলির পরিবর্তে ‘দোলযাত্রা’র শুভেচ্ছা জানান ভারতবাসীদের। টুইটারে ভুল করে তিনি রঙ-আবীরে সজ্জিত দোলের দিনের ছবির সঙ্গে নিজের ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন সঙ্গে লেখেন ‘হ্যাপি হোলি’। ইসলামাবাদের এক সাংবাদিক মুরতাজা সোলাঙ্গি মুখ্যমন্ত্রীর সেই পোস্টের স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লেখেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি হিন্দু পরিবার বসবাস করেন। সেখানকার মুখ্যমন্ত্রীর কর্মীদের হিন্দুদের অনুষ্ঠানের পার্থক্য সম্পর্কে অজ্ঞতা নিঃসন্দেহে বেদনাদায়ক।”