“আরও একবার, তবে শেষবারের জন্য নয়”, পর্দায় ইরফান খান

Mysepik Webdesk: ফের একবার তবে শেষবারের মত পর্দায় দেখা ফিরছেন ইরফান খান। ফলে আরও একবার প্রিয় অভিনেতাকে পর্দায় অভিনয়ের জাদু ঝরাতে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা। ‘দ্যা সং অফ দ্যা স্কর্পিয়ানস’ মোশন পোস্টার শেয়ার করলেন ইরফান খানের ছেলে বাবিল। নতুন বছরেই ছবিটি মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: জল্পনা উসকে নতুন অবতারে ভিডিও শেয়ার করলেন নুসরত
বাবার শেষ ছবির মোশন পোস্টার করে বাবিল লিখেছেন, ”আরও একবার, তবে শেষবারের জন্য নয়।” অনুরাগীরা একের পর এক কমেন্ট করে ভরিয়ে তুলেছেন। কেউ লিখেছেন ‘অপেক্ষা করে রয়েছি’। কেউ আবার লিখেছেন, ‘গায়ে লোম খাড়া হয়ে গেল’। কেউ কেউ আবার লিখেছেন ‘জাদুকর চিরকাল বেঁচে থাকেন, ২০২১-এর শুরুটা ভালোই হল’।
আরও পড়ুন: কঙ্গনাকে সমর্থন করায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে মারধরের অভিযোগ শিবসেনা বিরুদ্ধে

সুতপা শিকদার প্রয়াত স্বামীর শেষ ছবির পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ”সীমা থেকে অনন্তের পথে যাত্রা।”
‘দ্যা সং অফ দ্যা স্কর্পিয়ানস’ ছবিটি পরিচালনা করছেন অনুপ সিং। ‘লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৭’তে প্রথমবার প্রদর্শিত হয়েছিল ছবিটি। ইরফান খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি, এবং ওয়াহিদা রহমানকে।
ছবি ও ভিডিও: ইনস্টাগ্রাম