রাস্তায় মরে পড়ে থাকছে একের পর এক কুকুর, অজানা রোগের আতঙ্ক উত্তরপ্রদেশে

Mysepik Webdesk: মুরগি-পাখির পর এবার নতুন আতঙ্ক কুকুরের মৃত্যু। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের পিলভিটে রাস্তায় দেখা গিয়েছে একের পর এক কুকুর মৃত অবস্থায় পড়ে থাকতে। কুকুরের এই মৃত্যুতে নতুন কোনও রোগের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ওই এলাকায় ইতিমধ্যেই ৬টি কুকুরের মৃত্যু হয়েছে, যা শুধুমাত্র সাধারণ মানুষ নয়, চিন্তায় ফেলেছে প্রশাসনকেও। স্থানীয়দের অবশ্য দাবি, বার্ড-ফ্লুতে মৃত্যু হওয়া মৃত পাখির মাংস খাওয়ায় ফলেই মৃত্যু হয়েছে ওই কুকুরগুলির।
আরও পড়ুন: লালু প্রসাদের শারীরিক অবস্থার অবনতি, রাঁচি থেকে আনা হবে দিল্লি এইমস-এ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে পাখির মাংস খেয়ে ওই কুকুরগুলির মৃত্যু হয়েছে, সেই পাখিগুলি এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল। আর সেই পাখির শরীর থেকেই জীবাণু ঢুকেছে কুকুরের শরীরে। তবে মৃত কুকুরগুলির ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না এসে পৌঁছেছে, ততক্ষন পর্যন্ত আতঙ্ক পিছু ছাড়ছে না স্থানীয় মানুষজনের।