মর্মান্তিক! কাশ্মীরে ভারতীয় সেনা ছাউনিতে ধস, মৃত এক জওয়ান

Mysepik Webdesk: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থিত কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনা ছাউনি রয়েছে। সেই সেনা ছাউনিতে তুষার ধসের কবলে পড়ে এক সেনা জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন সেনা জওয়ান। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম নিখিল শর্মা (২৫)। তিনি রাষ্ট্রীয় রাইফেলের রাইফেলম্যানের পদে ছিলেন। আহত দুই সেনার নাম মেশচাঁদ ও গোবিন্দর সিং। আহতদের দ্রুত সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আর শীতে কষ্ট নয়, লাদাখে জওয়ানদের জন্য বিশেষ ঘর নির্মাণ কেন্দ্রের

বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ কুপওয়াড়া জেলার তংধর অঞ্চলের রোশন পোস্টে ওই দুর্ঘটনা ঘটে। টহল দেওয়ার সময় আচমকাই তাদের গাড়ির ওপর ধস নামে। তিনজনকেই দ্রুত সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নিখিল শর্মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।