অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের কর্মসংস্থানে সারাদেশে খোলা হবে একহাজার খেলো ইন্ডিয়া সেন্টার

Mysepik Webdesk: মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের কর্মসংস্থান দেওয়ার জন্য সরকার দেশে ১০০০ খেলো ইন্ডিয়া সেন্টার খুলবে। রিজিজু ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসি)-র দশম গ্লোবাল স্পোর্টস কনফারেন্স টার্ফ ২০২০ চলাকালীন বলেন— “আমরা সারাদেশে ১০০০ খেলো ইন্ডিয়া স্মল সেন্টার চালু করতে যাচ্ছি, যা অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের কর্মসংস্থান পেতে বা দেশে ক্রীড়া সংস্কৃতির বিকাশে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “কোনও প্লেয়ার যখন সমস্যায় পড়ে তখন এটি ভবিষ্যৎ প্রজন্মকে নিরুৎসাহিত করে। খেলোয়াড়রা যাতে কোনও প্রকার বাধা ছাড়াই সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান, তা-ও সরকার নিশ্চিত করছে।”
আরও পড়ুন: কলকাতায় আর্জেন্টিনার কোচ হিসেবে অভিষেক হওয়া আলেজান্দ্রো সাবেয়া প্রয়াত
এই উপলক্ষে রিজিজু কর্পোরেট হাউসগুলিকে দেশে ক্রীড়াপ্রেমী সমাজ গঠনে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেছেন— “সরকারি সহায়তার অভাব নেই, তবে আমাদের দেশ এমন এক নয় যে খেলাধুলার জন্য পরিচিত। সরকারি প্রচেষ্টা কখনও পর্যাপ্ত হয় না। জনগণের প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ ক্রীড়াক্ষেত্রে সাফল্য আনে।” অনুষ্ঠানে অলিম্পিক রৌপ্যপদক প্রাপ্ত পি ভি সিন্ধু, মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধর রাজে সিন্ধিয়া, অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির সিইও ম্যাট ক্যারল এবং এফআইসিসিআইয়ের সভাপতি ড. সঙ্গীতা রেড্ডি উপস্থিত ছিলেন।