ওড়িশায় নির্মিত হচ্ছে ২০ হাজার দর্শকাসন যুক্ত ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম

Mysepik Webdesk: ২০২৩ সালে অনুষ্ঠিত ভারতে অনুষ্ঠিত হবে পুরুষদের হকি বিশ্বকাপে। যদিও ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বড় ঘোষণা করেছিলেন। তিনি রাউরকেল্লায় একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরির বিষয়ে জানিয়েছেন। ২০২৩ সালের পুরুষদের হকি বিশ্বকাপের জন্য ওড়িশা সরকার ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম প্রস্তুত করতে চলেছে। প্রায় ২০ হাজার মানুষ এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। এছাড়াও স্টেডিয়ামে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যান প্রয়াত

স্টেডিয়ামটি বিজু পট্টনায়েক ইউনিভার্সিটি অফ টেকনলজির ক্যাম্পাসে নির্মিত হবে। সম্প্রতি, একটি উচ্চ-স্তরের দল রাউরকেলা পরিদর্শন করেছে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী পট্টনায়েক বলেছিলেন, ‘‘আমরা আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।” ওড়িশার রাজধানী ভুবনেশ্বর ও সুন্দরগড়কে বিশ্বকাপ হকি ২০২৩ আসরের আয়োজক করা হয়েছে। নতুন স্টেডিয়ামটি বিশ্বকাপের আগে তৈরি হবে। সুন্দরগড় জেলা হকি প্রতিভা অন্বেষণের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। দিলীপ তিরকে এবং সুনিতা লাকড়ার মতো খেলোয়াড় এখান থেকে উঠে এসেই হকিতে নিজের জায়গা করে নিয়েছেন।