উত্তুরে হওয়ার প্রভাবে সপ্তাহের শেষে শীতের প্রকোপ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Mysepik Webdesk: জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের প্রকোপ থাকলেও গত কয়েকদিন ধরেই উধাও শীত। বেড়ে চলেছে তাপমাত্রা। তবে কি শীত বিদায় নিতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে? উত্তর দিলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহ থেকেই ফের পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা। আগামী বৃহস্পতিবার থেকেই রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। আর তার ফলেই ফের আরও একবার শীতের আমেজ পেতে চলেছেন রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ফের ৩-৪ ডিগ্রী তাপমাত্রা কমতে পারে।
আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা জলপাইগুড়িতে, মৃত্যু ১৪ জনের

গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার দাপট। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা নামলেও আপাতত কমছে না কুয়াশা। মালদা, পশ্চিম বর্ধমান এবং গোটা উত্তরবঙ্গজুড়ে থাকবে কুয়াশার দাপট। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও আগামী সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।