রাতভর গুলির লড়াই, জম্মু-কাশ্মীরে খতম ২ জঙ্গি

Mysepik Webdesk: জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি। শুক্রবার নিরাপত্তাবাহিনী গোপন সূত্রে খবর পায়, কুলগামের কোনও একটি এলাকায় লুকিয়ে রয়েছে জানা কয়েক সন্ত্রাসবাদী। খবর পাওয়া মাত্র পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ দল ঘিরে ফেলে গোটা এলাকা। বেগতিক দেখে সন্ত্রাসবাদীরা পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তাদের গুলির পাল্টা জবাব দিতে গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। সেই গুলি লেগেই মৃত্যু হয় দুই সন্ত্রাসবাদীর।
আরও পড়ুন: যুদ্ধবিমান সুখোই থেকে অ্যান্টি রেডিয়েশল মিসাইল ‘রুদ্রম” -এর সফল নিক্ষেপ করে ইতিহাস গড়ল ডিআরডিও
শনিবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। পুলিসের দাবি, নিহতদের পরিচয় জানা গেলেও সে বিষয়ে সবিস্তারে কিছুই জানানো হয়নি।